মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী আল-সিসি
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
তৃতীয় মেয়াদে মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তাহ আল-সিসি। সোমবার দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। খবর আল-জাজিরার
আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরে তিন দিনের নির্বাচনের পর মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রতিবেশী গাজায় ইসরাইল-হামাস যুদ্ধ চলাকালে এবং দেশটিতে অর্থনৈতিক সংকটের সময় এ ভোট অনুষ্ঠিত হলো।
২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর প্রেসিডেন্ট হন সিসি। ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। আগের দুটি নির্বাচনেই তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।
তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সিসির শাসনামলে মিসরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
সিসি ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতায় থাকার মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করেছেন। সেইসঙ্গে পরপর দুই মেয়াদের সীমা দুই থেকে বাড়িয়ে তিন মেয়াদ করেছেন।
সিসি আরও তিনজন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তাদের কেউই হাই প্রোফাইল ছিলেন না। তবে তার প্রধান বিরোধী প্রার্থীর অভিযোগ, তার প্রচারণা বাধাগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সমর্থককে গ্রেফতার করা হয়েছে।