অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকা মহানগরের ১৫টি আসনে নৌকা-লাঙ্গল-ঈগল পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার  

ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল পৌনে ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সবিরুল ইসলাম প্রতীক বরাদ্দের বিষয়টি ঘোষণা করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা-৪ ও ৫ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী যথাক্রমে সানজিদা খানম ও হারুনুর রশিদ নৌকা প্রতীক পেয়েছেন। হারুনুর রশিদ নিজে এসে রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছ থেকে প্রতীক নিয়েছেন। সানজিদা খানম প্রতিনিধির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিয়েছেন।

ঢাকা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র হিসাবে মোহাম্মদ মনির হোসেন (ঈগল), মো. আওলাদ হোসেন (ট্রাক), আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামী ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।অন্যদিকে ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন  (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামী ঐক্য জোটের আব্দুল কায়ুম (মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), বাংলাদেশ জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৬ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। প্রার্থী ৬ জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন নৌকা প্রতীক পেয়েছেন। তিনি প্রতীক নিতে নিজেও আসেননি প্রতিনিধিও পাঠাননি। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তার প্রতিনিধি যখন আসবে তখন প্রতীক দেওয়া হবে। এই আসনে ন্যাশনাল পিপলস পার্টির হামিদুর রেজা খান ভাসানী (আম), তৃণমূল বিএনপির কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), গণফ্রন্টের আমিনুল ইসলাম সরকার (মাছ), ইসলামী ঐক্যজোটের রবিউল আলম মজুমদার (মিনার), জাতীয় পার্টি-জেপির সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৭ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। এই আসনে ৬ জন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান সেলিম নৌকা প্রতীক পেয়েছেন। তিনি নিজে আসেননি। প্রতিনিধি পাঠিয়ে প্রতীক বুঝে নিয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নূর জাহান বেগম (ছড়ি), বাংলাদেশ সুপ্রিম পার্টির আফসার আলী (একতারা), জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মাসুদ পাশা (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী (মশাল) প্রতীক পেয়েছেন।