সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রোববার
চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
শনিবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে
রোববার (১৭ ডিসেম্বর) সকালে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশিরা হলেন— মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০)। নিহতদের বাড়ি দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা।
ইউপি চেয়ারম্যান এ এইচ এম জাকারিয়া জানান, শনিবার দিবাগত রাতের যেকোনো সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদি গ্রাম সংলগ্ন ঌ ভারতের সীমান্তে অনুপ্রবেশ করলে ভারতের কৃষ্ণগঞ্জ থানাধীন গোবিন্দপুর বিএসএফের গুলিতে নিহত হন তারা। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন।