অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসন সমঝোতা নিয়ে ফের বৈঠকে আওয়ামী লীগ ও জাপা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে ফের বৈঠকে বসেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা)। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের এমপি হোস্টলে দল দু’টির নেতারা বৈঠকে বসেন। 

এর আগে আসন সমঝোতা করতে কয়েক দফায় দল দু’টির নেতারা বৈঠকে বসলেও কোনো সমাধানে আসতে পারেনি। তাই প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন রোববারের (১৭ ডিসেম্বর) আগেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে চায় দল দু’টির শীর্ষ নেতারা। 

বৈঠকে উপস্থিত রয়েছেন-আওয়ামী লীগ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এবং জাতীয় পার্টির (জাপা) পক্ষে মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।