বিএনপির ৮ নেতাকে শোকজ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উপস্থিত না থাকায় খুলনার বিভিন্ন উপজেলার আট নেতাকে শোকজ করা হয়েছে। আগামীকাল ১৪ ডিসেম্বরের মধ্যে তাদের নিকট থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। গত ১১ ডিসেম্বর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু এবং সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী এই কারণ দর্শানোর নোটিশ দেন।
শোকজপ্রাপ্তরা হলেন— জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রূপসা উপজেলা আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলী, কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক মোমরেজুল ইসলাম, দাকোপ উপজেলা বিএনপির আহ্বায়ক অসিত কুমার সাহা, ফুলতলা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সেলিম সরদার, তেরখাদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং ফুলতলা উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মনির হাসান টিটো।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, আন্দোলনে উপস্থিত না থাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে ৮ জনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। কালকের মধ্যে সন্তুষ্টজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।