অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:০৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’র সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথকভাবে দাখিল করা কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টির রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। 

এর পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।