জনগণ পাতানো নির্বাচন হতে দেবে না: রিজভী
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হামলা করে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবি সাজা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। দেশের জনগণ ভাগাভাগি ও পাতানো নির্বাচন হতে দেবে না। সরকার পতনের একদফা দাবিতে মঙ্গলবার অবরোধের সমর্থনে মিছিলে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রিজভী বলেন, গায়েবি মামলা দিচ্ছে পুলিশ, সাক্ষীও দিচ্ছে পুলিশ আর প্রহসনের বিচারের নামে তড়িঘড়ি করে রায় দিচ্ছেন দলীয় চেতনায় সাজানো কিছু বিচারক। সরকার নির্দেশিত রায় পাঠ করছেন তারা। এ ধরনের প্রহসনের রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার সকালে রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বাংলামোটর থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। তাদের মিছিলটি কারওয়ান বাজার সোনারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য এ.এস.এম. জাহিদ সাগর, ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহবুব মিয়া, রাফিজুল হাই রাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, এইচ এম আবু জাফর, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, আজিজুল হক জিয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, আরিফুর রহমান আমিন, পপি আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, জাকারিয়া হোসেন ইমন, দুলাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি।