অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার  

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মো. আমির হোসেন।

৩২ বছর বয়সী আমির সোমবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে নিয়ে বিস্ফোরণের ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে আমির হোসেন মারা যান। তার শরীরের ৩৫ শতাংশ এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আমির হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়। তার বাবার নাম মোহাম্মদ সেলিম হোসেন।

গত বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে মহাখালীর ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

পরদিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল খায়ের নামে একজন মারা যান। এরপর গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মারা যান মো. সালাউদ্দিন।

দগ্ধদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও চারজন এখনো শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে আছেন।

অন্যদের মধ্যে মামুনের শরীরের ৫ শতাংশ, রানার ৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, কামালের ১৫ শতাংশ এবং মাসুমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।