জিম্বাবুয়েকে হারিয়ে আইরিশদের ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রোববার
জিম্বাবুয়ে ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠেই পরাস্ত করল আয়ারল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারায় আইরিশরা।
হারারেতে এই সিরিজ জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ল আইরিশরা। আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে আয়ারল্যান্ডের এটা প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৮ উইকেটে ১৪৭ রান করে আয়ারল্যান্ড। টার্গেট তাড়ায় ৪২ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক সিকান্দার রাজা।
কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। যে কারণে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। রাজার অবর্তমানে জিম্বাবুয়ে শেষ দুই ম্যাচে টানা হেরে সিরিজ হাতছাড়া করে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ১৬৫ রান করেও ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। আজ রোববার নিজেদের ঘরের মাঠ হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৬ উইকেটে মাত্র ১৪০ রান করতে পারেন জিম্বাবুয়ে।
টার্গেট তাড়ায় ৭ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরানোর পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন হ্যারি ট্যাক্টর ও জর্জ ডকরি। পঞ্চম উইকেটে তারা ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।