কোরআন পোড়ানো বন্ধে ডেনমার্কে আইন পাস
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ এএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার আপডেট: ১১:৩২ এএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
পবিত্র কোরআন পোড়ানো বন্ধে আইন পাস করেছে ডেনমার্ক। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিল দেশটি। খবর আল-জাজিরার।
নতুন আইনটি পাসের পর কেউ কোরআন পোড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজার পাশাপাশি জরিমানাও গুনতে হবে।
আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত হবে, যা জাতীয় নিরাপত্তা রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
কোরআন পোড়ানো নিষিদ্ধের আইনটি পাসের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে এবং ৭৭ জন বিপক্ষে ভোট দেন।
আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন মতপ্রকাশে স্বাধীনতা হরণ করবে।
গত জানুয়ারিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। যার সঙ্গে যুক্ত ছিলেন দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এ ঘটনায় মুসলিম দেশগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া হয়।