অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাপানের স্মার্ট মাস্ক, কথা অনুবাদ হবে আট ভাষায় 

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রোববার   আপডেট: ১২:৪৮ এএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

করোনাকালে মাস্ক পরাকে বলা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। সেই প্রয়োজনকেই এবার নিজের ব্যবসার সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে জাপানের প্রতিষ্ঠান ডোনাট রোবোটিক্স। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ সামাজিক দূরত্ব নিশ্চিত করে যোগাযোগ করতে পারে।

এই মাস্কের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মাস্কটি পরে কথা বললে তা আটটি ভাষায় অনুবাদ করা যাবে। তবে মাস্কটি সরাসারি করোনা থেকে সুরক্ষা দেয়না। বরং এর নিচে আরেকটি মাস্ক পরতে হয়।

মাস্কটিতে ডান পাশে একটি বাটন আছে যেখানে চাপ দিলে তা আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। তখন আপনি যে কথাই বলবেন তা প্রকাশ করা যাবে জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইংলিশ, স্পেনিশ ও ফ্রেঞ্চ ভাষায়। সে মোবাইল সামনে ধরে যে কোনো মানুষের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখেই কথা বলা যাবে। 

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তাইসুক অনু বলেন, তারা প্রথমে এই প্রযুক্তি সিন্নামুন নামক এক রোবটের জন্য তৈরি করেছিলেন। পরবর্তীতে করোনা সংক্রমণ শুরু হলে তার সফওয়্যার ইঞ্জিনিয়াররা তাকে এই মাস্ক বানানোর বুদ্ধি দেয়।