অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাইজেরিয়ার সামরিক বাহিনীর ‘ভুল’ হামলায় নিহত ৮৫

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার  

বিদ্রোহীদের লক্ষ্য করে হামলার উদ্দেশ্য ছিল নাইজেরিয়ার সামরিক বাহিনীর। তবে সেই হামলা বেসামরিকদের এক ধর্মীয় উৎসবে চালানো হয়েছে। এতে অন্তত ৮৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার কাদুনা প্রদেশের ইগাবি কাউন্সিল এলাকার তুদুন বিরি গ্রামে চালানো  হয়েছে এ ড্রোন হামলা। সেখানকার স্থানীয় মুসলিমরা নবী মোহাম্মদের জন্মদিন পালনের জন্য জমায়েত হয়েছিলেন। কাদুনার গভর্নর উবা সানি বলেছেন, সন্ত্রাসী ও গুণ্ডাদের উদ্দেশ্যে ড্রোন ছোড়া হয়। তবে ভুলবশত বেসামরিক লোক নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। 

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে আজ মঙ্গলবার বলেছে, এখন পর্যন্ত ৮৫ জনের লাশ দাফন করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। তবে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া অফিস জানিয়েছে, হামলায় ১২০ জন নিহত হয়েছে।
 নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। 

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।