অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার  

পটুয়াখালী-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদার ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা বকেয়া কর পরিশোধ করায় মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। 

সোমবার সকালে প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে জাপা নেতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। 

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর পরিশোধ না করায় এবং রাজস্ব আইনে ৩ কোটি ৬৮ লাখ ৯২ হাজার ১৮৩ টাকার মামলা থাকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারসহ ৮ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, রোববার রাতে কর পরিশোধের কাগজপত্র জেলা রিটার্নিং অফিসার কার্যালয় জমা দিয়েছি। সোমবার সকালে কাগজপত্র পর্যালোচনা করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।  

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নুর কুতুবুল আলম বলেন, জাতীয় পার্টির প্রার্থীর কিছু কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তার মনোনয়নপত্র স্থপিত করা হয়। পরে সঠিক কাগজপত্র জমা দেওয়ায় তা পর্যালোচনা করে সঠিক বিবেচিত হওয়ায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।