৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুন রায়
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:২১ পিএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার
নাশকতার ৮ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।
রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মামলায় তাকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এই আগাম জামিন দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন নিপুণ রায় চৌধুরীর বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী।
জামিন পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশের জনগণের। সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। কিন্তু এই অবৈধ সরকারের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের নেতৃত্বের কারণেই বিএনপিকে ভাঙতে পারেনি সরকার বলেও মন্তব্য করেন নিপুন রায়।