ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭৪২
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রোববার
দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ এখনও অব্যাহত রয়েছে। তবে গতমাসের তুলনায় কমেছে মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় জ্বরটিতে নতুন করে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। মৃতদের মধ্যে ২ জন রাজধানী ঢাকা এবং একজন বাইরের বাসিন্দা। এছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৩২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৪৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৮৮ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৯ হাজার ১০৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৫৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৮৬ জন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এ বছর জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে নভেম্বর মাসে এসেও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ অব্যাহত আছে। চলতি বছর ডেঙ্গু অতীতের সব রেকর্ড ভেঙেছে।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।