অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নির্বাচন থেকে সরে গেলেন প্রতিমন্ত্রী জাকির ও তার ছেলে

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে মনোনয়নপত্র দাখিল করেননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও তার ছেলে সাফায়াত বিন জাকিরসহ ৩ জন। অপরদিকে দাখিল করেছেন ১৪ জন প্রার্থী। 

মনোনয়নপত্র সংগ্রহ করার পরও জমা না দেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমি সরকারের প্রতিমন্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি দলের বাইরে নই। আমার ভক্তরা আমাকে ভালোবেসে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের আমি বুঝিয়েছি যে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না। ফলে মনোনয়নপ্রত্র জমা দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।