অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোনালী লাইফের চতুর্থ আইসিসি এমার্জিং এশিয়া ইন্সুরেন্স অ্যাওয়ার্ড অর্জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২২ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার  

দেশের বেসরকারি খাতের শীর্ষ স্থানীয় এবং দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী বীমা প্রতিষ্ঠান , সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি বীমা শিল্পের উন্নয়ন ও বৈচিত্রায়নে উল্ল্যেখযোগ্য অবদানের জন্য চতুর্থ আইসিসি এমার্জিং এশিয়া ইন্সুরেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এর আয়োজনে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতের মুম্বাই এ তাজ ল্যান্ডস এন্ড হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশের কোম্পানি হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে।

যে সকল ক্যাটাগরিতে সোনালী লাইফ পুরস্কার লাভ করেছে সেগুলো হচ্ছে বেষ্ট ইনোভেশন এন্ড ডাইভারসিফাইড ইন্সুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ, বেষ্ট ইন্সুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ এবং বেষ্ট রিসক ম্যানেজমেন্ট স্ট্রাটেজিক ইন্সুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ ।

সোনালী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মীর রাশেদ বিন আমান উপস্থিত থেকে সোনালী লাইফের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।

তার নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী লাইফের এসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার শেখ বদিউজ্জামান রিপন, সেলস ম্যানেজার এসএম মহিউদ্দিন ফারুকী এবং সেলস ম্যানেজার মো. তামজিদুল আলম।