অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ২

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার  

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অনার্স পড়ুয়া ছাত্রসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা দুটি ঘটে উপজেলার ভাণ্ডাব ও বান্দিয়া এলাকায়।  

জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারী নাফকো কেমিক্যাল কারখানা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায়। বন্ধুর মোটরসাইকেল দিয়ে রুদ্র উপজেলার বান্দিয়া গ্রামের নানাবাড়ি থেকে দুই বন্ধু ভালুকায় ফিরছিলেন। পথে মোটরসাইকেল সিএনজির মাঝে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

এতে মোক্তাদির রুদ্র (২৫) নামে এক অনার্স পড়ুয়া ছাত্র ও তার এক বন্ধু আহত হন। তাদের প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করেন। 

নিহত রুদ্র ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা বাদল মিয়ার ছেলে তিনি সরকারী তিতুমীর কলেজের অনার্সের ছাত্র।   

অপরদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ সড়কের ভাণ্ডাব এসএনএস সিএনজি পাম্পের সামনে রাস্তার পার হওয়ার সময় সৌখিন পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১২-০৫১৩) যাত্রীবাহী বাস হেকমত আলী আকন্দ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত হেকমত আলী ভাণ্ডাব গ্রামের মৃত আফাজ উদ্দিন আকন্দের ছেলে। ঘাতক বাসটিকে পরিত্যক্ত অবস্থায় উপজেলার নিশিন্দা এলাকা থেকে হাইওয়ে থানা পুলিশ আটক করেছে। 

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।