তিন আসনে আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার আপডেট: ০৪:২৫ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
তিন আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নিজে এসে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি সাকিব।
এর আগে, প্রতিনিধির মাধ্যমে একসঙ্গে তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাকিব আল হাসান। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি (রোববার) একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।