বাসায় ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন মির্জা আব্বাসের স্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন তার স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, সকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন একটি মোটরসাইকেলে করে কালো পোশাক ও মাথায় কালো হেলমেট পরা এক ব্যক্তি গেটের সামনে থেকে বাসায় ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দ হয়। বাসার বাইরে পুলিশের তিন থেকে চারটি মোটরসাইকেল ছিল। দারোয়ান হামলাকারীদের ধরতে বললেও পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহায়তা করেছে।
তিনি বলেন, এর আগেও বাসায় হামলা হয়েছে, এখনও হচ্ছে। ছাত্রলীগ-যুবলীগ সারাদেশে এমন তাণ্ডব চালিয়ে বিরোধীদলের ওপর দায় চাপিয়ে দিচ্ছে। আর পুলিশ তাদের প্রশ্রয় দিচ্ছে।
আব্বাসপত্নী আরও বলেন, তারা মূলত মির্জা আব্বাসকে মেরে ফেলতে চায়। কারণ মির্জা আব্বাস মারা গেলে মতিঝিল, পল্টন এলাকা তাদের আওতায় থাকবে। কিন্তু আব্বাস তো জেলে। আজকে ককটেল বিস্ফোরণে আমার পরিবারের লোকজন বা বাসার স্টাফরা মারা যেতে পারত।
এমন নাশকতার ঘটনায় মামলা করতে গেলেও থানা বা আদালত মামলা নেয় না বলে অভিযোগ করেন তিনি।
এদিকে আফরোজা আব্বাসের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য বলেছে পুলিশ।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এখানে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।