অফিসে জিন্স, টি-শার্ট নয়
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার আপডেট: ০২:২১ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার
সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ড্রেস কোড চালু করেছে মহারাষ্ট্র সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী অফিসে জিন্স, টি-শার্ট পরতে পারবেন না। ফরমাল পোশাক পরে কর্মস্থলে আসতে হবে।
গেল ৮ ডিসেম্বর এই নির্দেশ দেয় উদ্ধব ঠাকরের সরকার। তাতে বলা হয়, রাজ্য সরকারের কোনো কর্মী, বিশেষত সংশ্লিষ্ট কাজের জন্য চুক্তিভিত্তিক এবং নিযুক্ত পরামর্শদাতারা এমন পোশাক পরবেন না; যাতে আপনাদের সরকারি কর্মচারি হিসেবে বিবেচনা করা না যায়। যা মানুষের মনে সরকারি কর্মকর্তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে।
কোন কোন পোশাক পরে আসতে হবে-তাও আদেশ জারি করে বলা হয়েছে। উল্লেখ করা হয়-নারীরা শাড়ি, সালোয়ার, কুর্তা, ট্রাউজার, শার্ট; দরকারে ওড়না পরতে পারবেন। পুরুষদের ট্রাউজার, প্যান্ট-শার্ট পরিধান করতে হবে। তবে খুব রঙিন পোশাক পরা যাবে না। পাশাপাশি কোনও স্লিপারও পরা যাবে না। পরিবর্তে স্যান্ডেল কিংবা জুতা পরতে হবে।
নির্দেশে আরও বলা হয় প্রচারের লক্ষ্যে সপ্তাহে অনন্ত একদিন খাদি কাপড়ের পোশাকা পরতে হবে। শুক্রবার সেই কাজটি করতে হবে কর্মচারীদের।