অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথমটি নিয়েছেন শেখ হাসিনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪২ এএম, ১৮ নভেম্বর ২০২৩ শনিবার  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু সময় পর দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম কেনেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা।

এরপর থেকে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া। অনলাইনে ও সরাসরি গিয়ে মনোনয়ন ফরম কেনা যাবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

এর আগে, আজ শনিবার সকাল ১০টার কিছু সময় পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সেখানে সাংবাদিকদের তিনি জানান, মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরুর ব্যবস্থা তিনি দেখতে এসেছেন। 

শেখ হাসিনা বলেন, যাদের ওপর জনগণের আস্থা নেই, তারাই নির্বাচন বানচাল করতে চায়। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারাই জনগণের সম্পদে আগুন সন্ত্রাস করবে তাঁদের প্রতিহত করুন। 

জনগণের ভোটের অধিকার অব্যাহত রাখতে চায় আওয়ামী লীগ বলে জানান শেখ হাসিনা বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে আগ্রহী প্রার্থীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। সেজন্য লাগবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

বুধবার (১৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার দিনই আজ শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রির খবর জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।