অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিইসির বাসভবনে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার বাসভবন ও সামনের সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) থেকে বুধবার সন্ধ্যা থেকে নিরাপত্তার জন্য এ পুলিশ মোতায়েন করা হয়। মূল সড়কের পাশাপাশি বাসভবনের গেটেও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সড়কটিতে প্রতিনিয়তই টহলরত ও গোয়েন্দা পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা যায়। 

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বুধবার সন্ধ্যা থেকে একাধিক শিফটে তারা দায়িত্ব পালন করছেন।

এদিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবন ও তার আশপাশের এলাকাজুড়েও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ইসি ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার প্রবেশদ্বারগুলোয় ব্যারিকেড দেওয়া রয়েছে। পর্যটন ভবনের সামনের একটি সড়ক খোলা থাকলেও সেখান থেকে বাইরের কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। 

ওই এলাকায় কেউ প্রবেশ করতে চাইলে পুলিশকে তাদের জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।