অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ময়মনসিংহে গ্যাস বেলুন বিস্ফোরণে ৭ শিশুসহ আহত ১১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার  

ময়মনসিংহে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুসহ ১২ জন দগ্ধ হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালিবাড়ির ইদ্রিসের ভাড়াটিয়াদের রুমে এই বিস্ফোরণ ঘটে।

হাসপাতালে ভর্তি দগ্ধরা হলো- রাহিম, মীম, ইয়াসিন, মানিক, তরিকুল, কোহিনূর, ইসমাইল ও সালমা। বাকিদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

মমেক হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ইদ্রিস আলীর বাসার এক ভাড়াটিয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুনের ব্যবসা করে আসছিলেন। দুপুরে বেলুনে গ্যাস ভরার সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।