অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিজস্ব সেলুলার মডেম তৈরির কাজ শুরু করেছে অ্যাপল

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮ এএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার   আপডেট: ১১:২০ এএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

স্মার্টফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো সেলুলার মডেম। সেলুলার নেটওয়ার্কের সাহায্যেই মোবাইল থেকে কল করা ও ইন্টারনেটর সাথে যুক্ত হওয়া যায়। 

গুরুত্বপূর্ণ এই অংশ এবার নিজেরাই তৈরি করতে চলেছে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইনকর্পোরেশন। প্রতিষ্ঠানের পরবর্তী ডিভাইসগুলোতে কোয়ালকমের পরিবর্তে নিজস্ব সেলুলার মডেম ব্যবহার করা হবে।  

অ্যাপল কর্মীদের টাউন হল মিটিংয়ে এই কথা জানান হার্ডওয়্যার টেকনোলজি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি স্রোজি। এই বক্তব্যের পর ইতোমধ্যেই কোয়ালকমের শেয়ার কমে গেছে ৬.৩%। 

স্রোজি বলেন, ২০১৯ সালে ইন্টেলের মডেম ব্যবসার ১বিলিয়ন অধিগ্রহণ প্রকল্পের পর অ্যাপল তার নিজস্ব সেলুলার মডেম তৈরির জন্য হার্ডওয়্যার ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের একটি দল প্রস্তুত করা শুরু করে। যেখানে কোয়ালকম থেকেও অনেক কর্মী নিয়ে আসা হয়। 

অ্যাপল ১২ তে ব্যবহার করা সেলুলার মডেম কোয়ালকম থেকে কিনেছিল অ্যাপল। তার আগে ইন্টেলের মডেম ব্যবহার করা হতো।

স্রোজি আরও জানান, নিজস্ব সেলুলার মডেম তৈরি করলেও কোয়ালকমকে আগামী ছয় বছর টাকা দিতে হবে। কেননা প্রতিষ্ঠানটির সাথে তাদের পেটেন্ট চুক্তি আছে। তাই কোয়ালকমের মডেম ব্যবহার করুক বা না করুক তাদেরকে টাকা দিয়ে যেতে হবে। 

এবছরই বাজারে আসে অ্যপলের নিজস্ব প্রসেসর এম১, যা ব্যাপক সাড়া ফেলে। নিজস্ব সেলুলার মডেম বাজারে আনলে গ্রাহকদের আগ্রহ দ্বিগুণ হবে বলে ভাবছেন অনেক প্রযুক্তি বিশ্লেষক।