তিন দেশে নিষিদ্ধ সালমানের ‘টাইগার ৩’, নেপথ্যে ক্যাটরিনা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ পিএম, ১০ নভেম্বর ২০২৩ শুক্রবার
মুক্তির একদিন আগেই তিন দেশে নিষিদ্ধ হলো সালমান খান-ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। ওমান, কাতার, কুয়েত- এই তিন দেশ ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
আপত্তির নেপথ্যে দুটি কারণ রয়েছে। প্রথমত, ধর্মীয় ভাবাবেগ। এই ছবির খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ চরিত্রটি এক মুসলিম জঙ্গি সংগঠনের মাথা। ইসলাম ধর্মাবলম্বী দেশ ও সেখানকার মানুষজনের নেতিবাচক চরিত্রায়নের কারণেই মূলত এ বাধা।
দ্বিতীয়ত, ক্যাটরিনা কাইফের তোয়ালে পরা দৃশ্যে আপত্তি তোলা হয়েছে। ক্যাটরিনার তোয়ালে জরানো গায়ে অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের।
যদিও এ প্রসঙ্গে যশরাজ ফিল্মস কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। এখানে সালমান খানের সঙ্গে জুটিতে ফিরেছেন ক্যাটরিনা কাইফ।
এ সিনেমায় যে ভরপুর অ্যাকশন থাকছে, তার আভাস পাওয়া গিয়েছিল ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমা থেকেই। তবে ‘পাঠান’-এর সাফল্যের পর আরও কয়েক ধাপ এগিয়েছে ওয়াইআরএফ।
সালমান তো রয়েছেনই, তার সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করবেন ক্যাটরিনাও। সেখানেই তোয়ালে জড়িয়ে মারপিট করতে দেখা যাবে অভিনেত্রীকে।