দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
দেশের প্রথম নারী আলোকচিত্রী সাইদা খানম মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত তিনটায় ঘুমের মধ্যে মারা যান তিনি। সাইদা খানমের বয়স হয়েছিল ৮২ বছর।
বনানীতে সাইদা খানম বাস করতেন। কিছুদিন আগে পড়ে গিয়েছিলেন তিনি। তাছাড়া তাঁর কিডনির জটিলতাও ছিল। মঙ্গলবার (১৮ আগস্ট) বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
সাইদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন। পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় হলেও জন্ম পাবনায়, ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর।
বেগম পত্রিকার মাধ্যমে আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন তিনি। পরবর্তীতে আবজারভার, ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় তার তোলা ছবি ছাপা হয়। তাছাড়া সত্যজিৎ রায়ের তিনটি ছবিতেও আলোকচিত্রী হিসেবে কাজ করেন তিনি।