অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেষ হলো তিন দিনের ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৯ এএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার   আপডেট: ১২:৫১ এএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তথ্য-প্রযুক্তিভিত্তিক উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’র তিন দিন ব্যাপী আয়োজন শেষ হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ আয়োজন  শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। 

‘সোশ্যালি ডিসট্যান্সড ডিজিটালি কানেকটেড’ -এই প্রতিপাদ্য এবারের সম্মেলনটি সম্পন্ন হয় স্বাস্থ্যবিধির সকল নির্দেশনা মেনে। এটি ছিলো এমন আয়োজনের ৭ম আসর। 

সমাপনীঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবির।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এমপি।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় সালমান এফ রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমাদের কেউ দাবায়া রাখতে পারবে না। 

সভাপতির বক্তৃতায় জুনাইদ আহ্‌মেদ পলক শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপনের উদ্যোগের কথা জানিয়ে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়া প্রযুক্তিবিদ তৈরির জন্য আমরা আইসিটি ডিভিশন থেকে এই উদ্যোগ নিয়েছি।