অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রমিক আন্দোলনে থমথমে গাজীপুরের বিসিক কোনাবাড়ী

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:১৯ পিএম, ৭ নভেম্বর ২০২৩ মঙ্গলবার  

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী থানার আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকরা ২টি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেয়। বাসে আগুন দেওয়ার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে মহানগরের কোনাবাড়ী-কাশিমপুর এলাকা।

মঙ্গলবার সকাল ৭টা থেকে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকায় বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শ্রমিকরা গাছের গুঁড়ি, টায়ার, বাঁশ ও কাঠে আগুন ধরিয়ে মহাসড়ক আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ সময় পুলিশ টিয়ারশেল ছুড়লে শ্রমিকদের সাথে সংঘর্ষ শুরু হয়।

পরে বেলা পৌনে ১১টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্বপাশে সাইনবোর্ড এলাকায় দুটি আজমেরী বাসে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর মহাসড়কের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কাছে আসে। মহাসড়ক থেকে গাছের গুঁড়ি, টায়ার, বাঁশ সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকরা তাদের কারখানার সামনে ও বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয়।

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি একাধিক টিম টহল দিচ্ছে। 

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত উত্তেজিত শ্রমিক দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করার পরও তারা উত্তেজিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়ক না ছাড়ায় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে। শ্রমিকরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা না করতে পারে তার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া আছে। র‌্যাব ও বিজিবি কাজ করছে।