ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক, দ্রুত যুদ্ধবিরতি চান মাহমুদ আব্বাস
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রোববার
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরাইলের তীব্র যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন। রোববার রামাল্লায় যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কূটনীতিক মাহমুদ আব্বাসের সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় ‘দ্রুত যুদ্ধবিরতি’ এবং ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।
হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধ নিয়ে উত্তেজনার মধ্যে দ্বিতীয়বারের মতো ওই অঞ্চল সফর করছেন ব্লিঙ্কেন। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের নির্বিচার বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৯ হাজার ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। শনিবার আরব বিশ্বের পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ব্লিঙ্কেন।
বৈঠকে আরব বিশ্বের মন্ত্রীরা গাজায় অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান যুদ্ধে বিরতি দেওয়া হলে হামাসের সদস্যরা পুনর্গঠিত হয়ে পুনরায় ৭ অক্টোবরের মতো হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।
তবে ওই অঞ্চলে সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার পাশাপাশি হামাসকে পুরোপুরি ধ্বংস করার পর গাজা কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আলোচনা শুরুর চেষ্টা করছেন ব্লিঙ্কেন। আর ইসরাইলও বলেছে, তাদেরও লক্ষ্য একই ধরনের।
রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অ্যান্তনি ব্লিঙ্কেন প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। কিন্তু বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি তারা; এমনকি আনুষ্ঠানিক বিবৃতিও দেননি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৈঠকের বিষয়ে বলেছেন, গাজায় জীবনরক্ষাকারী মানবিক সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্লিঙ্কেন।
মিলার বলেন, শেষ পর্যন্ত ‘কার্যকর ও পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ’ উপত্যকাকে পরিচালনার জন্য সবচেয়ে অর্থবহ হতে পারে বলে বৈঠকে মাহমুদ আব্বাসকে জানিয়েছেন ব্লিঙ্কেন। তিনি (ব্লিঙ্কেন) বলেছেন, অন্যান্য দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা গাজার অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ও শাসনকাজ পরিচালনায় ভূমিকা পালন করবে।
মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বায়ত্তশাসন ভোগ করে। তবে ইসরাইলি ব্যবস্থাপনার মাধ্যমে পশ্চিম তীর শাসনে ব্যাপক দুর্নীতি, অদক্ষতা এবং ইসরাইলি পরিকল্পনায় নিরাপত্তা সহযোগিতার ব্যবস্থা করার অভিযোগে ফিলিস্তিনিদের মাঝে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এ ছাড়া হামাসের কট্টরবিরোধী ৮৭ বছর বয়সী এবং অসুস্থ আব্বাসের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও স্পষ্ট নয়।
তবে শনিবার মিসর এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পর বলেছিলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে এ মুহূর্তে অগ্রিম কথা বলা সম্ভব নয়। উপত্যকার ২৩ লাখ বাসিন্দাকে গ্রাস করা মানবিক সংকট মোকাবিলায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা।