বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সকে আটকের অভিযোগ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পিএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর বাড্ডা এলাকার বোনের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এমরান সালেহ প্রিন্সের ছেলে আলিফের বরাত দিয়ে তিনি বলেন, ‘এমরান সালেহ প্রিন্স রাজধানীর বাড্ডায় বোনের বাসায় ছিলেন। আজ (শনিবার) রাত ৮টার দিকে সেখান থেকে তাকে আটক করা হয়েছে।’
তবে প্রিন্সকে আটকের বিষয় এখনও নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।
এর আগে শনিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ ৫ জনকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আহসানকে (সোহেল) গত শুক্রবার রাতে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।