সিলেটে নিহত যুবদল নেতার লাশ গ্রহণ করলেন মেয়র আরিফ
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন পিকেটিং করতে গিয়ে নিহত যুবদল নেতা দিলু আহমদ জিলুর লাশ গ্রহণ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (১ নভেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ গ্রহণ করেন তিনি।
এ সময় হাসপাতাল মর্গের সামনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। পরে জিলুর লাশ নিয়ে যাওয়া হয় গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী এলাকায়। সেখানেই তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সিলেটে অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) পিকেটিং করতে গিয়ে যুবদল নেতা জিলু নিহত হন। পুলিশের দাবি, মোটরসাইকেল দুর্ঘটনায় দিলুর মৃত্যু হয়েছে।
তবে যুবদল নেতাদের অভিযোগ, পুলিশের ধাওয়ায় জিলু মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।