অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোহিতের রেকর্ড ভাঙার পথে ডি কক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩ পিএম, ১ নভেম্বর ২০২৩ বুধবার  

বিশ্বকাপের চলমান ১৩তম আসরে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকার এই তারকা ওপেনার শ্রীলংকা (১০০), অস্ট্রেলিয়া (১০৯), বাংলাদেশের (১৭৪) পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে (১১৪) সেঞ্চুরি হাঁকিয়েছেন।

বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ বলে ১০টি চার আর তিন ছক্কায় ১১৬ রান করেন ডি কক। বিশ্বকাপে এটা তার চতুর্থ সেঞ্চুরি।

তবে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরির কীর্তি গড়েছেন ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা। তিনি  ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেন।

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন শ্রীলংকান কিংবদিন্ত কুমার সাঙ্গাকারা। 

এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরি:  
৫; রোহিত শর্মা (ভারত) ; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা; ২০১৯  
৪; কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড; ২০২৩  
৪; কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ; প্রতিপক্ষ: বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড; ২০১৫।