চোখের ইশারায় চলবে স্মার্টফোন
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার
চোখের ইশারায় চলবে আপনার ফোন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি! চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনর এনেছে এই ফোন। যার মডেল অনর ম্যাজিক ৬।
এই ফোনের অ্যাপ আপনার চোখের ইশারা বুঝতে পারবে। এখনকার ফোন পরিচালিত হয় হাতের স্পর্শে। কিন্তু অনরের নতুন ফোন চলবে চোখের ইশারায়। চোখের দৃষ্টি অনুযায়ী কাজ করবে ফোন।
সম্প্রতি, এমনই আই-ট্র্যাকিং ফিচার সমৃদ্ধ স্মার্টফোন এনে তাক লাগাল অনর। টেক দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই কোম্পানির নতুন স্মার্টফোন অনর ম্যাজিক ৬ মডেল।
চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্ন্যাপড্রাগনের একটি সামিট আয়োজন করা হয় হাওয়াইয়ের মাউই শহরে। এই সামিটের দ্বিতীয় দিনে, দর্শকদের চোখ কপালে তোলেন অনরের সিইও জর্জ ঝাও। খুব শিগগিরই কোম্পানি আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন অনর ম্যাজিক ৬। এই ফোনেই নাকি পাওয়া যাবে আই-ট্র্যাকিং ফিচার।
স্মার্টফোন নির্মাতার দাবি, এই ফিচারের মাধ্যমে চোখ দিয়েই খোলা যাবে ফোনের অ্যাপ। দরকার পড়বে না ত্বকের স্পর্শের। হাত ছাড়াই চোখের ইশারাতেই কাজ করবে বিভিন্ন অ্যাপ্লিকেশন। এই ফিচারটি কোম্পানি নাম দিয়েছে ‘ম্যাজিক ক্যাপসুল’।