যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত বেড়ে ২২
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের লুইস্টন শহরে একাধিক বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে অর্ধ শতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার এসব হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি বলছে, রবার্ট কার্ড নামের সন্দেহভাজন এক হামলকারীকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তাঁকে এখনও গ্রেপ্তার করা যায়নি। হামলাকারী বার, রেস্তোরাঁ ও ওয়ালমার্ট বিতরণকেন্দ্রে হামলা চালায়।
হামলাকারী সক্রিয় আছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে মেইন অঙ্গরাজ্য পুলিশ। ওই পোস্টে আরও বলা হয়, আমরা লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনার বাড়ির ভেতরে থাকুন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এন্ড্রোসকোগিন কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়, তদন্ত চলাকালীন আমরা সব দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানাচ্ছি।
রয়টার্স বলছে, ২০১৯ সালের পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। ওই বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়ালমার্ট স্টোরে বন্দুক হামলায় ২৩ জন নিহত হন।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যটা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ডের সংখ্যা। যুক্তরাষ্ট্রে ২০২১ সালে বন্দুক সহিংসতায় ৪ হাজার ৭৫২ শিশু নিহত হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৪০০ বেশি।