হঠাৎ দেশে ফিরলেন সাকিব, কিন্তু কেন?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার
মঙ্গলবার মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ করে আজ সকালে কলকাতার উদ্দেশে রওয়ানা করে বাংলাদেশ দল। বিমানবন্দরের উদ্দেশে হোটেলে থেকে সবাই বেরিয়ে গেলেও সাকিব ছিলেন না সবার সঙ্গে।
অবশেষে জানা গেল সাকিব কলকাতায় যাননি, ঢাকার ফ্লাইট ধরেছিলেন তিনি। আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ধরতে ২৭ অক্টোবর কলকাতায় ফিরবেন তিনি।
জানা গেছে, ঢাকা ফিরে সোজা মিরপুর স্টেডিয়ামের ইনডোরে চলে যান তিনি। সেখানে কোচ নাজমূল আবেদীনের সঙ্গে অনুশীলন করছেন সাকিব। এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে খুব একটা ভালো কাটছে না সময়।
তাই হয়তো নাজমুল আবেদীনের কাছে ছুটে এসেছেন তিনি। গত বিশ্বকাপে ব্যাটে-বলে রেকর্ড গড়লেও এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে ১৪ গড়ে রান করেছেন মাত্র ৫৬। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছেন সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। খেলেননি ভারতের বিপক্ষে ম্যাচও।