অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বজুড়ে মেসেঞ্জার বিভ্রাট

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৭:২৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

বিশ্বজুড়ে ব্যাপক বিভ্রাট চলছে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো ব্যবহারকারী বার্তা আদান-প্রদানে সমস্যায় পড়েছেন। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল থেকে এই সমস্যা শুরু হয়। এই প্রথমে মেসেজ আদানপ্রদানে ধীর গতি দেখা গেলেও, ধীরে ধীরে সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। ম্যাসেঞ্জারে প্রবেশ করাই রীতিমতো দায় হয়ে পড়েছে। করা যাচ্ছে না ম্যাসেঞ্জার চ্যাট।

তবে ঠিক কি কারণে এ সমস্যার তৈরি হয়েছে তা জানা যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভারতে স্থানীয় সময় ৩টা থেকে অনেক ব্যবহারকারী মেসেঞ্জার নিয়ে অভিযোগ জানানো শুরু করেন। তারও আগে এই সমস্যা ব্যাপক হারে শুরু হয় ইউরোপ ও জাপানে।