অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মন্ত্রীদের ‘সেলফি’ তোলা নিয়ে সতর্ক করলেন প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৬:৩৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে গোপনীয় সরকারি যোগাযোগ বার্তা আদান-প্রদানের ‘অদ্ভূত অসুস্থতা’ নিয়ে নিজের নতুন মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি।

একইসঙ্গে সরকারি দায়িত্ব পালনকালে ‘সেলফি’ তুলতে মন্ত্রীদের সতর্ক করেছেন তিনি। বলেছেন, অর্জিত ফলাফলের (সাফল্য) মধ্য দিয়ে আপনাদের কাজ ‘দৃশ্যমান’ অর্থাৎ স্পষ্ট হবে।

বুধবার (৯ ডিসেম্বর) দেশটির রাজধানী দোদোমায় মন্ত্রী এবং তাদের সহকারীদের (ডেপুটি) শপথ পাঠ করান মাগুফুলি।সেই অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তানজানিয়ার প্রেসিডেন্ট বলেন, সরকার এখন ’অদ্ভূত রোগে’ ভুগছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা বিষয় পোস্ট করেন সংশ্লিষ্টরা। এমনকি গোপনীয় যোগাযোগ বার্তাও ফাঁস করা হয়। আসুন আমরা নিয়ম মেনে চলি। সেই শপথ গ্রহণ করি।