অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্কলারশিপ নিয়ে আমেরিকায় যাওয়ার সুযোগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৯:৫৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

আমেরিকায় খণ্ডকালীন শিক্ষকতা ও গবেষণার সুযোগ দিচ্ছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। ২০২১ সালের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় এই সুযোগ দেয়া হচ্ছে। 

অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশী পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদেরকে (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতা কাজ পরিচালনার জন্য ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম’র আওতায় অনুদান দেয়া হবে।

এটা মূলত ছয় থেকে নয় মাস মেয়াদী অনুদান যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শুরু হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের কার্যক্রমের জন্য আবেদন জমা দেয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২১, বাংলাদেশ সময় ৪:৩০ মিনিট ।

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের অনুদান সুবিধার মধ্যে সংশ্লিষ্ট যাবতীয় ব্যয়, বৃত্তি ও বাংলাদেশ/ যুক্তরাষ্ট্র/ বাংলাদেশ বিমানের টিকিট সম্পর্কিত ব্যয় অন্তর্ভুক্ত আছে। এছাড়া স্কলারশিপের সময়কালে ন্যূনতম ৮০% সময় বৃত্তি পাওয়া ব্যক্তির সাথে অতিবাহিত করবেন এমন নির্ভরশীল ব্যক্তিদের মধ্যে শুধু একজনের জন্য মাসিক ভাতা ও বিমান টিকেট পাবেন। 

যোগ্য বিবেচিত হতে আবেদনকারীকে অবশ্যই:
•    আবেদনের সময় প্রার্থীর ডক্টরেট ডিগ্রি বা সমমানের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে।
•    আমেরিকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাগতভাবে কাজ করার জন্য ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতা থাকতে হবে।
•    সুস্থ থাকতে হবে।
•    বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক হতে হবে।
•    ডিগ্রি সম্পন্ন করার আগে দেশে ফিরতে চাইলে ফিরতি টিকেটের মূল্য ফেরত দিতে ইচ্ছুক হতে হবে।
•    তাদের কর্মসূচি শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই বাংলাদেশে ফিরে আসতে হবে।
 
সম্ভাবনাময় আবেদনকারীদেরকে অবশ্যই এই অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদন পূরণের নির্দেশাবলী এখানে পাওয়া যাবে।