অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাম-রুবেলা প্রতিরোধ সাড়ে সাত লাখ টিকা দেবে চসিক

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার  

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে হাম-রুবেলা প্রতিরোধে টিকা দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন। ২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারির পর্যন্ত ৭ লাখ ৫২ হাজার ৫৬৪ জন শিশুকে এ টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
 
তিনি বলেন, ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সের ৩ লাখ ১ হাজার ২৬ জনকে এবং ৫ বছর থেকে ১০ বছরের ৪ লাখ ৫১ হাজার ৫৩৮ শিশুকে ১ ডোজ করে টিকা দেওয়া হবে।

টিকাদান কেন্দ্রে আসা ব্যক্তিদের সব ধরনের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মুখে মাস্ক পরাসহ কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

ক্যাম্পেইন চলার সময় চসিক জেনারেল হাসপাতালে নিয়ন্ত্রণ কক্ষ (নম্বর ০৩১-৬৩৪৫৮৪, ০৩১-৬১৬৫৫৫) খোলা থাকবে বলে জানানো হয়।