খুলনা-মোংলা রেলপথ উদ্বোধন ৯ নভেম্বর
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, মোংলা সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে মোংলা-খুলনা রেলপথ নির্মাণ করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করবেন। খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হলে এ বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটান রেলপথ দিয়ে সহজেই মোংলা বন্দর ব্যবহার করতে পারবে। আগে সড়ক ও নদী পথে এ বন্দরের পণ্য পরিবহণ হতো। রেলপথে পণ্য পরিবহণে খরচ কম, এর সুবিধা পণ্যের ওপর যোগ হবে। ফলে এর সুফল জনগণই পাবে।
শনিবার বিকালে খুলনা-মোংলা রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন শেষে মোংলা বন্দর রেল স্টেশনে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলপথ প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলপথমন্ত্রী বলেন, মোংলা-খুলনা রেলপথের রূপসার ওপারের দুই থেকে আড়াই কিলোমিটার অংশের লিংকেজ সম্পন্ন হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে এ লিংকেজ সম্পন্ন হয়ে গেলে রেলপথটি পুরোপুরি চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এছাড়া ২/৩টি ব্রিজে ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে ত্রুটিমুক্ত করা হয়েছে। পুরো রেলপথ ত্রুটিমুক্ত করেই উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ নভেম্বর এ রেলপথ উদ্বোধন করবেন।