অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুইশর আগেই অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার  

এই ম্যাচকে বলা হয়ে থাকে ক্রিকেটের একমাত্র হাই-ভোল্টেজ ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তানের জমমাট একটা লড়াই আশা করে সমর্থকেরা। কিন্তু আজ ভারতের বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারল না পাকিস্তানি ব্যাটাররা। খেলতে পারেননি ৫০ ওভারও।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় পাকিস্তান। ব্যাট করতে নেমে বাবর আজমরা গুটিয়ে গেলেন ৪২.৫ ওভারে ১৯১ রানে।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করছিলেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। দুজনের জুটি ভাঙতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতীয় বোলারদের।

অষ্টম ওভারের শেষ বলে আবদুল্লাহ শফিককে ২০ রানে ফেরান মোহাম্মদ সিরাজ। এরপর ১৩তম ওভারের তৃতীয় বলে ইমাম উল ফিরে যান ৩৬ রান করে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ দিয়ে।

দুই ওপেনারের বিদায়ের পর বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আগের দুই ম্যাচে রান না পাওয়া বাবর এই ম্যাচে করেছেন ফিফটি।

তবে এর বেশি বড় করতে পারেননি ইনিংস। ৫৮ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে। এরমধ্য দিয়ে দুজনের জুটি ভাঙে ৮২ রানের মাথায়। এরপর সৌদ শাকিলকে ৬ রানে ফেরান কুলদীপ যাদব।

শাকিলের ফেরার পর ইফতিখার আহমেদ ব্যাট করতে নেমে বাউন্ডারিতে শুরু করেন ইনিংস। তাকেও ফিরতে হয় ৪ রান করে যাদবের বলে বোল্ড হয়ে। পরের ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (৪৯) বোল্ড করে ফেরান জসপ্রিত বুমরাহ।

দলীয় ১৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর শাদাব খান ২ রান করে ফিরেন বুমরার বলে বোল্ড হয়ে। মোহাম্মদ নেওয়াজ ৪ রান করে ফিরেন হার্দিকের বলে ক্যাচ দিয়ে।

শেষ দিকে হাসান আলীর ব্যাটে আসে ১২ রান, তাকে ফেরান রবীন্দ্র জাদেজা। শেষ উইকেট হারিস রউফকেও ২ রানে ফিরিয়ে জাদেজা।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন বুমরাহ, সিরাজ, হার্দিক, যাদব এবং জাদেজা।