পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৪ অক্টোবর ২০২৩ শনিবার
চলমান বিশ্বকাপের সবচেয়ে আলোচিত-প্রত্যাশিত ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। দুই দলের মধ্যে চলা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীতাকে নতুন করে উপস্থাপন করতে মাঠে নেমেছে পার্শ্ববর্তী দুই দেশের ক্রিকেটাররা। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে আগে ব্যাট করছে পাকিস্তান।
শনিবার (১৪ অক্টোবর) ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-১ এইচডিতে।
১৩তম ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমিদের আগ্রহ তুঙ্গে। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের পাল্লা ভারী পাকিস্তানের দিকে। পাকিস্তানের জয় আছে ৭৩টিতে, ভারতের জয় ৫৬টিতে। এর মধ্যে ভারতের মাটিতেই পাকিস্তান জিতেছে ১৯টি ম্যাচ। পরিত্যক্ত ম্যাচের সংখ্যা ৫টি। তবে সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে ভারতই। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে ভারত।
এছাড়া বিশ্বকাপের মঞ্চে ১৯৯২ সালের পর ভারতের বিপক্ষে কখনওই ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। এ সময়ে সাতবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দু’দল। সবগুলোতে জয় পেয়েছে ভারত।
পাকিস্তানের একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীতি বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।