অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গাজায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উদ্বাস্তু: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৪২ এএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার  

গত শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইলি বাহিনী। ভয়াবহ বোমাবর্ষণে গাজা এখন ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ফলে সেখানে প্রায় সাড়ে চার লাখ মানুষ তাদের বাড়িঘর হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের বরাত দিয়ে আল জাজিরা  এ তথ্য জানিয়েছে। বিশ্ব সংস্থাটি বলছে, ইসরাইলি বোমা হামলায় চার লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা ইসরাইলি সামরিক হামলার কারণে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮৪ হাজার ৪৪৪ জন বেড়েছে। এখন গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার লাখ ২৩ হাজার ৩৭৮ জন।

ইউএনওসিএইচএ গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি মানুষের জন্য সাহায্য চেয়েছে। মানুষের ‘জরুরি প্রয়োজন’ মিটাতে ২ হাজার ৯৪০ লাখ ডলারের সাহায্য আবেদন করেছে তারা। 

ইউএনওসিএইচএ জোর দিয়ে বলেছে, আরও ১২ লাখ মানুষকে সাহায্য করার জন্য অনুদান প্রয়োজন। তারা বলেছে, সাহায্য সংস্থাগুলোর অরক্ষিত ফিলিস্তিনিদের চাহিদা পূরণের পর্যাপ্ত সম্পদ নেই।

জাতিসংঘ জানিয়েছে, গাজার ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সুপেয় পানি পাচ্ছে না।

গত শনিবার থেকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আজ সপ্তম দিনে গড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০০ জন হয়েছে। অপরদিকে গাজায় ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দেড় হাজার ছাড়িয়ে গেছে।