গেইলকে ছাড়িয়ে যাওয়ার পথে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পিএম, ১১ অক্টোবর ২০২৩ বুধবার
ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলছেন।
বিশ্বকাপের অতীতের আসরে যারা ব্যাটে বলে অলরাউন্ড নৈপুন্য দেখিয়েছেন তাদের সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই অধিনায়ক বিশ্বকাপে বল হাতে ৩৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১ হাজার ১৬১ রান।
তার চেয়ে ৪ ও ২৫ রান করে বেশি করেছেন শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকোর সনাথ জয়সুরিয়া ও ক্রিস গেইল। ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল বল হাতে ১৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন ১ হাজার ১৮৬ রান।
সনথ জয়সুরিয়া ১ হাজার ১৬৫ রান সংগ্রহের পাশাপাশি ২৭ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস ২১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৪৮ রান সংগ্রহ করেন।
শ্রীলংকার আরেক সাবেক তারকা অলরাউন্ডার তিলকারত্নে দিলশান ১৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১১২ রান করেন।