অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার  

৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল সোমবার থেকে এই দরে পেঁয়াজ বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।

কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সংস্থাটি।

রোববার (৮ অক্টোবর) টিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছর ধরে ঢাল সময় বিবেচনা করে সোমবার থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তার কাছে প্রতি কেজি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি হবে।

টিসিবি সূত্রে জানা গেছে, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে সরকারি বিপণন সংস্থাটির।