অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪৪ টাকায় চাল, ৩০ টাকা দরে ধান কিনবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ৮ অক্টোবর ২০২৩ রোববার  

সরকারিভাবে আমন ধান ও চালের ক্রয়মূল্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলতি আমন মৌসুমে ৩০ টাকা কেজি দরে দুই লাখ মেট্রিকটন ধান কিনবে সরকার। এছাড়া ৪৪ টাকা কেজি দরে চার লাখ মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৪৩ টাকা দরে এক লাখ মেট্রিকটন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গত বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে দুই লাখ মেট্রিকটন ধান এবং পাঁচ লাখ মেট্রিকটন চাল কিনেছিল সরকার। সেবার প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা দরে কেনা হয়েছিল। এবার চালের দাম কেজিতে দুই টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ধানের দামও কেজিতে দুই টাকা বাড়ানো হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, এবার দুই লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চার লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিকটন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং আতপ চাল ৪৩ টাকা দরে কেনা হবে।