সরকারের পতন ঘটতে যা দরকার সব করা হবে: ফখরুল
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:২০ পিএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার
সরকার পতনে যা কিছু করা দরকার তাই করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্যাংশন ও মার্কিন ভিসানীতির ওপর নির্ভর না করে আন্দোলনেই সরকার হঠাবে বিএনপি। আন্দোলনে বাধা এলে লড়াই করার হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দেন তিনি।
শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং এক দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সরকার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দীর্ঘদিন ধরেই রাজপথে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতারা তাদের চলমান কর্মসূচিকে কঠোর আন্দোলনে রুপ দেওয়ার হুঁশিয়ারি দেন।
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না, তার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে সরকার।’