অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শান্তিতে নোবেল পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার   আপডেট: ০৪:১৭ পিএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ইরানের নার্গিস মোহাম্মদী। 

নরওয়েজিয়ান নোবেল কমিটি ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে তার অবদানের জন্য এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন তিনি।

নার্গিস মোহাম্মদী একজন কারাবন্দী ইরানি নারী অধিকার আইনজীবী। দেশটির নেতৃস্থানীয় মানবাধিকার কর্মীদের একজন নার্গিস নারী অধিকার এবং মৃত্যুদণ্ড বাতিলের জন্য প্রচারণা চালিয়েছেন।

নার্গিসকে একজন ‘মুক্তির যোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়ে নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন তার বক্তৃতায় বলেন, ফার্সি ভাষায় ‘নারী, জীবন, স্বাধীনতা’ শব্দগুলো ইরান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের অন্যতম স্লোগান।