উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ
শেষ ষোলোর অর্ধেকই স্পেন-জার্মানির
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ এএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের খেলা। ইউরোপের সেরা ক্লাবগুলো এই প্রতিযোগিতায় অংশ নেয় বলে পুরো মৌসুম হাড্ডাহাড্ডি ফুটবল দ্বৈরথের স্বাদ পায় ফুটবল ভক্তরা। যথারীতি এবারের গ্রুপ পর্বও ছিলো চরম উত্তেজনার৷ বিশেষ করে গ্রুপ-এইচ আর গ্রুপ-বি এর ভাগ্য ঝুলে ছিল শেষ ম্যাচে।
গ্রুপ-এইচ এ এলপি লেইপজিগের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড হারায় আগেই নিশ্চিত ছিল শেষ ষোলোতে যাচ্ছে প্যারিস। আর গ্রুপ-বি তে ২-০ গোলে জিতে রিয়াল মাদ্রিদও উড়িয়ে দিয়েছে সব শঙ্কা। রিয়ালের কাছে হারলেও শাখতার দোনেস্ক ও ইন্টার মিলান ড্র করায় শেষ ষোলোতে গেছে জার্মান ক্লাব গ্লাডবেক। সেই সাথে হয়েছে একটি রেকর্ড।
চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জাগা পেয়েছে স্পেন-জার্মানির চারটি করে ক্লাব! অর্থাৎ লা লিগা ও বুন্দেসলিগা থেকে যে কয়টি ক্লাব চ্যাম্পিয়ন্স লীগ খেলার সুযোগ পায় সবাই এখনও টিকে আছে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে।
এবারের আসরে যে শুধু এই দুই দেশের জয়জয়কার এমন নয়, ইংল্যান্ড আর ইতালিও আছে কাছাকাছি। প্রিমিয়ার লিগ ও সিরি-আ এর তিনটি করে ক্লাব উঠেছে শেষ ষোলোতে। এছাড়া আছে ফ্রান্স থেকে নেইমারের প্যারিস ও পর্তুগালের এফসি পোর্তো। নেদারল্যান্ডের আয়াক্স কিংবা ইউক্রেনের শাখতার দোনেস্ক এর মতো ক্লাব উঠতে না পারায় শেষ ষোলো এবার সীমাবদ্ধ আছে ছয় দেশের ক্লাবের মাঝে।
বড় দলগুলোর মাঝে এবার বাদ পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স, ইন্টার মিলান, অলিম্পিক মার্শেই এর মতো ক্লাব। এক নজরে দেখা নেয়া যাক শেষ ষোলোর দেশ ভিত্তিক ক্লাবগুলো-
স্পেন: রিয়াল মাদ্রিদ. বার্সেলোনা. অ্যাতলেটিকো মাদ্রিদ, সেভিয়া
জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, এলপি লেইপজিগ, গ্লাডবেচ
ইংল্যান্ড: ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল
ইতালি: জুভেন্টাস, আতলান্টা, লাৎসিও
ফ্রান্স: প্যারিস সেইন্ট জার্মেইন
পর্তুগাল: এফসি পোর্তো